মার্বেল কেক/ Marble Cake
উপকরণ - ময়দা 1and ½ কাপ
পাউডার সুগার 1 কাপ
সাদা তেল ¼ কাপ
দুধ 1 কাপ
কোকো পাউডার 4 টেবিল চামচ
বেকিং পাউডার 1and ¼ কাপ
ভ্যানিলা এসেন্স ৪ ফোঁটা
পদ্ধতি
১. একটি mixing bowl এ পাউডার সুগার,সাদা তেল এবং দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
২. ওই মিশ্রণে ভ্যানিলা এসেন্স দিয়ে ওই পাত্রটির ওপর চালুনি রেখে ময়দা ,বেকিং পাউডার ভালো ভাবে চেলে নিয়ে মিশ্রণটি তে ভালো মত মেশাতে হবে এবং একটি মসৃণ মিশ্রণ তৈরি করতে হবে।
৩. মিশ্রণটিকে দুই ভাগ আলাদা করে নিতে হবে। একটি ভাগে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। অন্যদিকে কেক তৈরি করার জন্যে যে ডেকচি তে তৈরি করবেন,সেটিকে preheat করতে দিতে হবে।
৪. একটি কেক টিন নিয়ে তাতে চারিদিকে ভালো মত তেল ব্রাশ করে centre এ একবার কোকো পাউডার মিশ্রণ দিতে হবে,আর একবার ভ্যানিলা মিশ্রণ দিয়ে হবে।
৫. একটি সরু কাঠি নয়ত টুথপিক দিয়ে ডিজাইন করতে হবে।
৬. কেক টিন preheat করতে দেওয়া ডেকচি তে দিয়ে ঢেকে দিয়ে বেক করতে হবে ৩০-৩৫মিনিট অল্প আঁচে।
৭. কেক ঠান্ডা হলে গেলে একটি চাকুর সাহায্যে কেক টিন থেকে বের করে নিয়ে পরিবেশন করতে হবে।
Marble Cake
Ingredients- flour 1and ½ cup
Powder sugar 1 cup
Refined oil ¼ cup
Milk 1cup
Coco powder 4 tablespoon
Baking powder 1and ¼ tablespoon
Vanilla essence 4drops
Procedure
Take a mixing bowl and pour powder sugar,white oil,milk & mix well.
Add 4drops vanilla essence 1 and ½ cup flour then seive well and in wet ingredients.
Add 1and ¼ tablespoon baking powder mix everything very well & make a smooth batter.
Divide batter in 2 equal parts,in one part add coco powder and mix well.
Preheat the pan on medium flame
Grease cake mould with oil & pour the batter alternately (coco & vanilla batter)
Repeat the process until the batter finish then make design with a toothpick
Keep the batter immediately in the preheated pan. Cover & bake for 30-35mnt on medium flame.
Once it's done, remove the cake mould & let the cake cool down.
Loosen the side with knife & remove the cake from cake mould.
I have made it and it's very tasty loved it
ReplyDeleteI have made this recipe of cake and it tastes
ReplyDeleteAmazing and delicious.
I have made this cake and tastes delicious
ReplyDeleteThank you sandipta Sinha for amazing recipe
Thanks all of you 😊
ReplyDelete