Puff pastry sheet/पफ पेस्ट्री शीट/পাফ পেস্ট্রি শিট
উপকরণ -
পদ্ধতি:-
১. একটি পাত্রে ময়দা,২০০গ্রাম ডালডা,পাতি লেবুর রস নুন ভালো ভাবে মিশাতে হবে।
২. বরফ জল দিয়ে ময়দা নরম করে মেখে একটি প্লাস্টিকে মুরে ফ্রিজে রেখে দিতে হবে ১৫-২০মিনিট।
৩.বাকি ২০০গ্রাম ডালডা গলিয়ে নিতে হবে।
৪. ১৫-২০মিনিট ফ্রিজ থেকে ডো বের করে একটু ডালডা ব্রাশ করে নিয়ে রুটির আকারে বেলে নিতে হবে।
৫. রুটির ওপরে ডালডা ব্রাশ করে অল্প ময়দা ছিটিয়ে চারকোনা পরোটার মত আকৃতি দিতে হবে এবং আবার প্লাস্টিকে মুরে ফ্রিজে রাখতে হবে ১৫-২০মিনিট।
৬.১৫-২০মিনিট অন্তর ফ্রিজ থেকে ডো বের করে ৩-৪ বার ভাজ পদ্ধতি করতে হবে,তাতে পেস্ট্রি/প্যাটিস ফ্লেকি ধরনের হয় দোকানের মত।
How to make Puff pastry sheet
Ingredients:-
Procedure:-
1.take a bowl add refind flour,200gm vanaspati,lime juice,and salt to taste,mix well.
2.Pour ice cold water and knead well,make a soft dough. Then cover with a plastic wrapper and keep into the fridge for 15-20minute.
3.Melted well remaining 200gm vanaspati.
4. After 15-20minute,take out the dough from the fridge,make a roti,brush a little vanaspati and sprinkles little flour. Again covered the dough and keep into the fridge for 15-20minute.
5.After 15-20 minutes, take out the dough from the fridge and fold it 3-4 times, because the pastry / patties are flaky like in the shop.
Comments
Post a Comment
Thank You.